আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০৩-২০১৬ তারিখে পত্রিকা

ইউপি সদস্যসহ পাঁচ জেলায় নিহত ৭

আলোকিত ডেস্ক
| দেশ

আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ দুই, রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদরাসাছাত্র, খুলনায় ভ্যানচালক, চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূ ও চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকের দুই আরোহী নিহত হয়েছেন। ব্যুরো ও সংবাদদাতাদের পাঠানো খবর
সাভার : আশুলিয়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় শুক্রবার ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রহমানসহ দুইজন নিহত ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। 
রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বেরুলি বাজারে শুক্রবার দুপুরে বালুভর্তি ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী মাদরাসাছাত্র শহীদুল ইসলাম মন্ডল নিহত হয়েছেন। তিনি সদাশিবপুর মাদরাসার অষ্টম শ্রেণীর ছাত্র ও একই উপজেলার নবাবপুর ইউনিয়নের ফিটু মন্ডলের ছেলে। 
খুলনা : ট্রাকের ধাক্কায় শুক্রবার সকালে মশুর ডালবোঝাই ট্রাকের ধাক্কায় মাসুম গাজী নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাসিন্দা। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর এলাকায় শুক্রবার দুপুরে গৃহবধূ আয়েশা বেগম নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জ উপজেলার হাদিনগর গ্রামের তোহরুল ইসলামের স্ত্রী। তিনি স্বামীর মোটরসাইকেলে চড়ে শ্বশুরবাড়ি নাচোলে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। 
মিরসরাই : চট্টগ্রামের মিরসরাইয়ে বৃহস্পতিবার রাতে ট্রাক উল্টে  মোঃ সুজন ও আবদুল করিম নামে দুই আরোহী নিহত ও আটজন আহত হয়েছেন। 
আহতদের মধ্যে সেলিম ও সোলায়মান ছাড়া অন্য কারও পরিচয় জানা যায়নি।