আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০৩-২০১৬ তারিখে পত্রিকা

সখিপুর উপজেলা ও পৌর বিএনপি

আহ্বায়ক কমিটিতে চলছে আড়াই বছর

সখিপুর সংবাদদাতা
| দেশ

টাঙ্গাইলের সখিপুরে আহ্বায়ক কমিটি দিয়ে চলছে উপজেলা ও পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম। আহ্বায়ক কমিটি গঠনের আড়াই বছর পেরিয়ে গেলেও সম্মেলন না হওয়ায় দলটির সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় আড়াই বছর আগে সখিপুর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা থাকলেও খোরশেদ আলমকে আহ্বায়ক এবং শাজাহান সাজুকে যুগ্ম আহ্বায়ক করে তিন মাসের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দীর্ঘদিন পেরিয়ে গেলেও কমিটি সবগুলো ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনে ব্যর্থ হয়। এদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের কিছুদিন পর পৌর বিএনপির অনুষ্ঠিত সম্মেলনে নাজিম উদ্দিনকে আহ্বায়ক ও হাজী আবদুল গনিকে যুগ্ম আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিও সম্মেলনের আয়োজনে ব্যর্থ হয়। নাম প্রকাশে অনিচ্ছুক দলের একাধিক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিনেও উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন না হওয়ায় দলের সাংগঠনিক কার্যক্রমে ভাটা পড়েছে। দীর্ঘদিন ধরে দলটির সম্মেলন না হওয়ায় দলের নেতাকর্মীদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। গেল পৌর নির্বাচন ঘিরে এ বিভক্তি প্রকাশ্যে রূপ নেয়। পৌর বিএনপির আহ্বায়ক নাজিম উদ্দিন বলেন, আসন্ন ইউপি নির্বাচনের পর সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। উপজেলা বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম বলেন, আশা করি দ্রুত একটি সফল সম্মেলন করা সম্ভব হবে। এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, পুনর্গঠন দলের একটি চলমান প্রক্রিয়া। ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন চলছে। এরপর কাউন্সিলের মাধ্যমে সখিপুর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।