আমার ছোট্ট মেয়েটিকে নিয়ে ভয় পাচ্ছি কয়েকদিন ধরে। সংবাদপত্র পড়ার অনুপ্রেরণা ও আমার কাছ থেকেই পেয়েছে। সংবাদপত্র পড়ে বিভিন্ন ঘটনা সম্পর্কে আমার কাছে জানতে চায়। ভয়টা ওখানেই। কয়েকদিন ধরে শিশুহত্যার সংবাদগুলো যেভাবে এসেছে মেয়েটির মনে না জানি কী অনুভূতি জেগেছে? ভয় আরও বেড়ে গেছে। দেখলাম ‘মা নিজেই তার দুই শিশুকে হত্যা করেছে’ এমন সংবাদ। সারা দিন খুব উদ্বিগ্নতায় কাটিয়েছি। আমার মেয়ে যদি আমাকে এসে জিজ্ঞেস করে ‘বাবা, শিশুটিকে তার মা কেন মেরেছে’ আমি কী উত্তর দেব তাকে
এ ভয়টা শুধু যে আমার হয়েছে তা নয়, অনেক মা-বাবা এ ভয়, সঙ্কোচ এবং লজ্জায় আছেন। শত নিন্দা বা ঘৃণা জানিয়েও এ ঘটনার কোনো অনুভূতি প্রকাশ সম্ভব নয়। মা সন্তানকে নিজের জীবনের বিনিময়ে বাঁচিয়েছে এমন ঘটনার অভাব নেই; কিন্তু মা সন্তানকে মেরে ফেলেছে এমন ঘটনা ক’টি আছে এ পৃথিবীতে? আর গণমাধ্যমে আসা সংবাদ বা পুলিশের বক্তব্য কতখানি সঠিক সেটাও প্রশ্নের বটে
এ পরিস্থিতির কাছে আমরা অসহায় ভাবতে বাধ্য হচ্ছি। প্রতিশোধ নেয়ার জন্য সহজ পন্থা বলেই শিশুহত্যা বেড়েছে এমন ব্যাখ্যাও কেউ কেউ দিয়েছেন। তাই মেনে নিলাম; কিন্তু মা তার শিশুকে কীভাবে হত্যা করে
এ মুহূর্তে শোক নেই, ঘৃণা নেই, কারও প্রতি রাগও নেই, শুধু অথর্ব হয়ে বসে থাকতে বাধ্য হচ্ছি। কিন্তু এভাবে একেকটা ঘটনা হবে আর আমরা অথর্ব হয়ে বসে থাকব তবে কীভাবে আমরা পরিত্রাণ পাব?
গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সামগ্রিক সমাজ নিয়ে ভাবার। আপনি ভাবছেন না মানে আপনিই বিপদে পড়ছেন। পরিবার হচ্ছে এমন একটি সংগঠন, যার প্রত্যেকটি সদস্য সামাজিক প্রতিষ্ঠানের খুঁটিবিশেষ। এর মানে হলো, পরিবার শুধু গুরুত্বপূর্ণ সংগঠনই নয়, এ সংগঠনের সদস্যরাই সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্য পরিষদের সদস্য। তাহলে নির্দ্বিধায় বলা যেতে পারে, পরিবারের সব কাজই সমাজে প্রতিষ্ঠা পায় বা পরিবারের আচরণই একদিন সমাজে প্রভাব ফেলে।
যদি তাই হয়, তবে আমরা কেন আমাদের পরিবারগুলোর সঠিক দিকনির্দেশনা ঠিক করতে পারছি না?
আমার সন্তানের হাতে শিশুহত্যার সংবাদসহ সংবাদপত্র যাবে বলে যে ভয় পাচ্ছি তা কি সঠিক কোনো সমাজের বৈশিষ্ট্য হতে পারে? সামাজিক এ দুরবস্থার জন্য আমরা কাকে দায়ী করব? হ্যাঁ, এখান থেকেই আপনাকে শুরু করতে হবে। আগে বের করতে হবে সমস্যা। মানুষ কেন এত উগ্র হয়ে উঠছে, কেন মানুষ সংস্কৃতিকে বিদেশি সংস্কৃতিতে আবৃত করে ফেলছে আর কেনই বা শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে একে অপরের প্রতি
যদি আপনি নিজের ঘরকে একটু সুরক্ষা দিতে পারেন তবেই আপনি সমাজের একটি খুঁটি ধরলেন।
সদস্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি
শ্রীপুর, গাজীপুর