আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০৩-২০১৬ তারিখে পত্রিকা

নাটক নির্মাণে সুচন্দা

বিনোদন প্রতিবেদক
| বিনোদন

চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী এবং নির্মাতা কোহিনূর আক্তার সুচন্দাকে ছোট পর্দার কোনো কাজেই দেখা যায়নি। সম্প্রতি অভিনয় না করলেও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত তিনি। এ গুণী মিডিয়া ব্যক্তিত্ব এবার নাটক নির্মাণে অগ্রসর হচ্ছেন। এ প্রসঙ্গে সুচন্দা বলেন, ‘জীবনের শেষ বিকালের রোদে এসে পৌঁছেছি। জীবনের এ পর্যায়ে এসে একটি গল্প আমার খুব ভালো লেগেছে। আমি নিজে গল্পটি পড়ে তৃপ্ত হয়েছি। এর বেশি কিছু এখনই বলতে চাচ্ছি না। তবে একজন বিখ্যাত লেখকই গল্পটি লিখেছেন। চিত্রনাট্য আমি নিজে করেছি। অল্প কিছুদিনের মধ্যেই নাটকটি নির্মাণের কাজে হাত দেব। তখন সবাইকে জানান দিয়েই কাজ শুরু করব। একটি কথা সত্যি যে, আমি যখন ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রটি নির্মাণ করেছিলাম তখন নিজের কাজ থেকে নিজে তৃপ্ত হয়েছিলাম। আমি নিজে না তৃপ্ত হলে তা দর্শকের কাছে পৌঁছাতে চাই না।’ এদিকে গেল ৮ মার্চ নারী দিবসে আরটিভি থেকে ‘আলোকিত নারী’ সম্মাননা পেয়েছেন সুচন্দা। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে একজন নায়িকা, প্রযোজক, পরিচালক এবং সামাজিক কর্মকা-ে বিশেষ অবদানের জন্য তিনি এ সম্মাননা পেয়েছেন। সুচন্দা বলেন, ‘পুরুষশাসিত সমাজে একজন নারী হয়েও নিজের কাজের স্বীকৃতিস্বরূপ যে সম্মাননা পেলাম তা আমি অন্য চোখে দেখছি, সত্যিই এটা আমার জন্য বিরাট প্রাপ্তি।’ কোহিনূর আক্তার সুচন্দা দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘হাজার বছর ধরে’। তবে পরিকল্পনা রয়েছে জহির রায়হানের ‘বরফ গলা নদী’ নিয়ে চলচ্চিত্র নির্মাণের। বেশ কয়েক মাস দেশের বাইরে থাকার পর সম্প্রতি সুচন্দা দেশে ফিরেছেন।