আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০৩-২০১৬ তারিখে পত্রিকা

রাসায়নিক সারের পরিবর্তে জৈবসার, মেহগনি গাছের তেল ও খৈল ব্যবহার করছেন যশোরের ঝিকরগাছা উপজেলার পদ্মপুকুর গ্রামের কৃষক। এ চাষাবাদে খরচ যেমন কম হয়, তেমনি সবজি হয় বিষমুক্ত। আবার সবজির উৎপাদনও বেশি হয়

আগ্রহ বাড়ছে বিষমুক্ত সবজি চাষে

তবিবর রহমান, যশোর থেকে
| নিত্যজীবন

বিষমুক্ত সবজি চাষে কৃষক দিন দিন আরও আগ্রহী হচ্ছেন। কারণ এ পদ্ধতিতে চাষের ফলে সবজি যেমন বিষমুক্ত হয়, তেমনি রাসায়নিক সার ব্যবহার না করার জন্য তুলনামূলক খরচও কম হয়। আর সেজন্য যশোরের ঝিকরগাছা উপজেলার পদ্মপুকুর গ্রামের কৃষক বিষমুক্ত সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন।
চাষি সেলিনা আক্তার ও আলেয়া খাতুন বলেন, আমরা রাসায়নিক সারের পরিবর্তে জৈবসার, মেহগনি গাছের তেল ও খৈল ব্যবহার করছি। এতে চাষাবাদে খরচ যেমন কমে, তেমনি সবজি হয় বিষমুক্ত। আবার বিষমুক্ত সবজির চাহিদাও বাজারে বেশি থাকে। ফলে এ সবজি বিক্রি করে লাভও বেশি পাওয়া যায়। 
চাষি রেনুকা বেগম বলেন, সুস্থভাবে বেঁচে থাকার জন্য বিষমুক্ত সবজি খাওয়া খুবই জরুরি। সেজন্যই আমরা এখন থেকে বিষমুক্ত চাষের সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া বিষমুক্ত উপায়ে চাষাবাদে সবজির উৎপাদনও বাড়ে, আবার লাভও বেশি হয়। 
বিষমুক্ত সবজি উৎপাদনের নানা বিষয় নিয়ে এখানকার কৃষক প্রশিক্ষণও নিয়ে থাকেন। এছাড়া শুধু মাঠে নয়, এখানকার কৃষক সবজির চাষ করছেন বাড়ির আঙিনায়, পুকুরপাড়ে কিংবা পতিত জমিতেও।
স্থানীয় সার ব্যবসায়ী মুনসুর আলী বলেন, জৈবসার ব্যবহারের ফলে রাসায়নিক সারের বিক্রি কমছে। এতে আমরা খুশি। কারণ সুস্থভাবে বেঁচে থাকার জন্য বিষমুক্ত খাদ্য খাওয়া আমাদের জন্য খুবই জরুরি।