৩য় অধ্যায়
হৃ= Right Answer
বহুনির্বাচনি প্রশ্ন
১. রক্ত রসের শতকরা কত ভাগ পানি?
হৃক. ৯০ ভাগ খ. ৯১ ভাগ
গ. ৯২ ভাগ ঘ. ৯৩ ভাগ
২. রক্ত রসে শতকরা কত ভাগ জৈব ও অজৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে?
ক. ৫ ভাগ হৃখ. ১০ ভাগ
গ. ৯০ ভাগ ঘ. ৯৫ ভাগ
৩. রক্তের প্রধান উপাদান কোনটি?
ক. পটাশিয়াম খ. ক্যালসিয়াম
হৃগ. লৌহ ঘ. ফসফরাস
৪. মানবদেহের রক্তের শ্বেতকণিকাকে পর্যবেক্ষণ করলে পাওয়া যায়
র. অ্যাগ্রানুলোসাইট রর. হিমোগ্লোবিন ররর. গ্রানুলোসাইট
নিচের কোনটি সঠিক?
ক. র হৃখ. র ও ররর গ. ররর ঘ. রর ও ররর
৫. অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসৃত পদার্থের নাম কী?
ক. গ্লুকোজ খ. কোলেস্টেরল
গ. লেসিথিন হৃঘ. হরমোন
৬. রক্তের প্রধান উপাদানগুলো হলো
র. প্লাজমা রর. সিরাম ররর. রক্তকণিকা
নিচের কোনটি সঠিক?
ক. র, রর ও ররর খ. রর ও ররর
হৃগ. র ও ররর ঘ. র ও রর
৭. কোন প্রাণীর রক্তের রঙ লাল
ক. ঘাসফড়িং খ. তেলাপোকা গ. শামুক হৃঘ. ব্যাঙ
৮. রক্তের মধ্যে কত ভাগ রক্ত রস থাকে?
ক. ৪৫% খ. ৫০% হৃগ. ৫৫% ঘ. ৬০%
৯. হিমোগ্লোবিনে কী থাকে?
ক. শর্করা হৃখ. প্রোটিন গ. ভিটামিন ঘ. স্নেহ
১০. মনোসাইটের আকৃতি কেমন?
ক. গোলাকার খ. আয়তাকার
গ. ত্রিভুজাকর হৃঘ. ডিম্বাকার
১১. ইত্তসিনোফিল ও বেসোফিল হিস্টাসিন নামক রাসায়নিক পদার্থ দেহে কী প্রতিরোধে সাহায্য করে?
ক. ক্যান্সার খ. ডেঙ্গু হৃগ. অ্যালার্জি ঘ. হাঁপানি
১২. রক্ত রসকে আলাদা করলে কী পাওয়া যায়?
ক. পানি খ. রক্ত পানি গ. প্লাজমা হৃঘ. রক্তকণিকা
১৩. রক্তে দ্রবীভূত অবস্থায় পাওয়া যায় কোনটি?
ক. লোহিত রক্ত কণিকা হৃখ. জৈব ও অজৈব পদার্থ
গ. শ্বেত রক্তকণিকা ঘ. অণুচক্রিকা
১৪. রক্ত কণিকা প্রধানত কত প্রকার?
ক. দুই প্রকার হৃখ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
১৫. মানুষের লোহিত কণিকার আয়ু কত মাস?
ক. প্রায় ২ মাস খ. প্রায় ৩ মাস
হৃগ. প্রায় চার মাস ঘ. প্রায় পাঁচ মাস
১৬. প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত কণিকার সংখ্যা ভ্রুণ দেহে কত?
ক. ৬০-৭০ লাখ খ. ৭০-৮০ লাখ
হৃগ. ৮০-৯০ লাখ ঘ. ৯০-১০০ লাখ
১৭. হিমোগ্লোবিন থাকে না কোন রক্ত কণিকায়?
ক. লোহিত রক্ত কণিকায় হৃখ. শ্বেত রক্তকণিকায়
গ. অণুচক্রিকায় ঘ. প্লাজমায়
১৮. কোন রক্ত কণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে?
ক. লৌহিত হৃখ. শ্বেত গ. অণুচক্রিকা ঘ. প্লাজমা
১৯. প্লাটিলেট অর্থ কী?
ক. প্লাজমা খ. লোহিত রক্ত কণিকা
গ. শ্বেতকণিকা হৃঘ. অণুচক্রিকা
২০. অণুচক্রিকার গড় আয়ু কত দিন?
ক. ২-৭ দিন খ. ৪-১০ দিন
হৃগ. ৫-১০ দিন ঘ. ১০-১২ দিন
২১. লোহিত রক্ত কণিকা কোথায় সঞ্চিত থাকে?
হৃক. প্লীহা খ. যকৃৎ গ. হুৎপি- ঘ. পাকস্থলী
২২. ডায়াবেটিস রোগটি
ক. জন্মগত খ. ক্রমাগত রোগ গ. গ্লুকোজের পরিমাণের ওপর নির্ভরশীল
নিচের কোনটি সঠিক?
ক. হৃখ. গ.
২৩. অ্যান্টি জয কোনটি ধ্বংস করে?
হৃক. লোহিত রক্ত কণিকা খ. অণুচক্রিকা
গ. শ্বেত রক্তকণিকা খ. প্লেট লেট
২৪. কে দেহের প্রতিটি কোষে অক্সিজেন পরিবহন করে?
ক. লোহিত রক্ত কণিকা হৃখ. রক্ত রস
গ. শ্বেত রক্তকণিকা ঘ. অণুচক্রিকা
২৫. রক্ত সঞ্চালনে কোন ভিটামিন গুরুত্ব ভূমিকা পালন করে?
ক. ভিটামিন-এ খ. ভিটামিন-বি
হৃগ. ভিটামিন-কে ঘ. ভিটামিন-ই
২৬. ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে কোনটি?
ক. ইত্তসিনোফিল হৃখ. নিউট্রোফিল
গ. বেসোফিল ঘ. হিউনোফিল
২৭. প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের রক্তে প্রতিঘন মিলিমিটারে কত শ্বেতকণিকা থাকে?
হৃক. ৪০০০-১০,০০০ হাজার
খ. ৩০০০-৯০০০ হাজার
গ. ৬০০০-১০,০০০ হাজার
ঘ. ১০০-১০০০ হাজার
২৮. রক্তের কাজ
ক. অক্সিজেন পরিবহন করা খ. রোগ-জীবাণু ধ্বংস করা গ. হরমোন নিঃসৃত করা।
নিচের কোনটি সঠিক?
ক. খ. গ. হৃঘ.
২৯. অ্যান্টিবডি কে গঠন করে?
হৃক. লিম্ফোসাইট খ. মনোসাইট
গ. বেসোফিল ঘ. নিউট্রোফিল
উদ্দীপকটি পড় এবং ৪১, ৪২ ও ৪৩ নং প্রশ্নের উত্তর দাও:
লোহিত রক্ত কণিকার সাইটোপ্লাজমে হিমোগ্লোবিন নামক লৌহ ঘটিত শ্বাসরঞ্জক থাকে
৩০. উদ্দীপকের কণিকাটি হ্রাস পেলে কোন রোগের সৃষ্টি হয়?
হৃক. অলিগোসাইথেমিয়া খ. পলিসাইথেমিয়া
গ. থ্যালাসেমিয়া ঘ. ব্রাকিও ডিয়া
৩১. একজন পূর্ণবয়স্ক পুরুষের দেহে উদ্দীপকের কণিকাটি কী পরিমাণে থাকে?
হৃক. ৫ মিলিয়ন খ. ৪৫ মিলিয়ন
গ. ৬০-৭০ মিলিয়ন ঘ. ৮০-৯০ মিলিয়ন
৩২. উদ্দীপকের লৌহ ঘটিত শ্বাসরঞ্জকটির যে উপাদান দ্বারা গঠিত
ক. হিমোটিন খ. গ্লোবিন গ. গ্লোবিউলিন
নিচের কোনটি সঠিক?
হৃক খ. গ. ঘ.
৩৩. আমাদের দেহে কয় ধরনে রক্তনালি আছে?
হৃক. ৩ ধরনের খ. ৪ ধরনের
গ. ৫ ধরনের ঘ. ৬ ধরনের
৪৫. বাই কার্বনেট আকারে ফুসফুসে কোনটি পরিবাহিত হয়?
ক. এনজাইম খ. H2O হৃগ. O2 ঘ. CO2
৪৬. রক্তে জৈব পদার্থ কোলেস্টেরলের পরিমাণ কত?
ক. ১৫-৪০ mg/dl খ. ০.৫-১.৫ mg/dl
হৃগ. ০-২০০ mg/dl ঘ. ০.২-১ mg/dl
৪৭. রক্তে জৈব পদার্থ সিরাম ক্রিয়েটিনের পরিমাণ কত?
ক. ১৫-৪০ mg/dl হৃখ. ০.৫-১.৫ mg/dl
গ. ০-২০০ mg/dl ঘ. ০.২-১ mg/dl
ফারজানা ইসলাম
সিনিয়র প্রভাষক
বিষয়-জীববিজ্ঞান
ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ