আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০৩-২০১৬ তারিখে পত্রিকা

দক্ষিণ সুদানে শ্বাসরোধ করে ৬০ জনকে হত্যা

আলোকিত ডেস্ক
| আন্তর্জাতিক

জাহাজের একটি কনটেইনারে ঢুকিয়ে শ্বাসরোধ করে ৬০ জনের বেশি মানুষকে নির্মমভাবে হত্যা করেছে দক্ষিণ সুদানের সামরিক বাহিনী। এ কথা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটি আরও জানায়, পরে এসব মরদেহ ইউনিটি স্টেটের লিয়ার টাউনের একটি মাঠে ফেলে দেয়া হয়। অ্যামনেস্টির লমা ফকিহ বলেন, জনগণকে যাদের নিরাপত্তা দেয়ার কথা, দক্ষিণ সুদানের সেই সরকারি বাহিনীর হাতে ধীরে ধীরে দম বন্ধ হয়ে ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। এ হত্যাকা-ের ঘটনার অবশ্যই তদন্ত করা হবে। উল্লেখ্য, অ্যামনেস্টির গবেষকরা এ ঘটনা সম্পর্কে জানতে এ মর্মান্তিক ঘটনা দেখেছেন এমন ৪২ জনেরও বেশি মানুষের সঙ্গে কথা বলেছেন। এদিকে পৃথক এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘও বেসামরিক নাগরিকদের নির্মমভাবে হত্যা এবং নারীদের ধর্ষণ করায় দক্ষিণ সুদানের সরকারি সেনাদের দায়ী করে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকে, আফ্রিকা নিউজ