আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০৩-২০১৬ তারিখে পত্রিকা

ক্যামেরনের সমালোচনায় ওবামা

আলোকিত ডেস্ক
| আন্তর্জাতিক

লিবিয়ায় ২০১১ সালে ন্যাটো নেতৃত্বাধীন সামরিক হস্তক্ষেপের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দেশটির ওপর থেকে মনোযোগ সরিয়ে ফেলেছিলেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি তার দেশের ভূমিকা সম্প্রসারণ করতে চেয়েছিলেন। এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
মুয়াম্মার গাদ্দাফির পতনের পর লিবিয়ায় প্রায় নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রতিদ্বন্দ্বী মিলিশিয়ারা বিভিন্ন ভূখ- নিয়ন্ত্রণ করছেন। আর দেশটির ওপর জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রভাব বেড়েছে। বৃহস্পতিবার দি আটলান্টিক ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা লিবিয়া প্রসঙ্গে কথা বলার সময় তার ঘনিষ্ঠ দুই মিত্রের সমালোচনা করতে ছাড়েননি। ওবামা লিবিয়ায় যুক্তরাজ্যের ও ফ্রান্সের নেতৃত্বাধীন বোমা অভিযানের পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। যুক্তরাজ্য ও ফ্রান্স দেশটিতে অভিযান চালিয়ে গাদ্দাফিকে উৎখাত করলেও লিবিয়াকে বিধ্বস্ত হওয়ার হাত থেকে রক্ষা করতে পারেনি উল্লেখ করে উদ্বেগ জানান ওবামা। তিনি বলেন, আমার দৃষ্টিতে লিবিয়ায় পুরোপুরিভাবে যদি গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে, তবে তা হবে আমাদের সমস্যা। তাছাড়া যেসব বিশ্বনেতা কোনো যুদ্ধ কিংবা মানবিক বিপর্যয়ের সময় আন্তর্জাতিক ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে পরে অঙ্গীকার অনুযায়ী সামরিক সহায়তা দেন না, তাদের প্রতিও ক্ষোভ জানান ওবামা। ফ্রান্স২৪, দ্য গার্ডিয়ান