আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০৩-২০১৬ তারিখে পত্রিকা

সুনামির পাঁচ বছর

হারানো প্রিয়জনদের স্মরণ করল জাপান

আলোকিত ডেস্ক
| আন্তর্জাতিক

জাপানে শুক্রবার ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পাঁচ বছর পালিত হলো। ২০১১ সালের ১১ মার্চ জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির তোড়ে প্রায় সাড়ে ১৮ হাজার মানুষ প্রাণ হারায় বা নিখোঁজ হয়। প্রলয়ঙ্করী এই দুর্যোগে মারাত্মক পরমাণু বিপর্যয়ের মধ্যে পড়ে দেশটি।
সেই দিনের এ দুঃসহ ভয়াবহ দিনটির স্মরণে শুক্রবার রাজধানী টোকিওতে একটি জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যদের সঙ্গে জাপানের সম্রাট আকিহিতো, সম্রাজ্ঞী মিশিকো, প্রধানমন্ত্রী শিনজো আবে যোগ দেন। স্থানীয় সময় ২টা ৪৬ মিনিটে দেশজুড়ে এক মিনিট নীরবতা পালন করে হারানো প্রিয়জনদের স্মরণ করে জাপান। ২০১১ সালের ১১ মার্চ ঠিক এই সময়টাতেই প্রশান্ত মহাসাগরের তলদেশে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। ভূমিকম্পের প্রভাবে দেখা দেয় প্রলয়ঙ্করী সুনামি। সুনামির আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র। এতে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের মুখে পড়ে জাপান। তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ায় সেখানকার হাজারো বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেয়া হয়। ১৯৮৬ সালে চেরনোবিলের ভয়াবহ পারমাণবিক দুর্যোগের পর এমন বিপর্যয়ের মুখোমুখি হয় জাপান। পাঁচ বছরেও সেই বিপর্যয় পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি দেশটি। সেদিনের সেই প্রলয়ঙ্করী সুনামির তোড়ে সাগরে ভেসে যায় অসংখ্য মানুষ, ঘরবাড়ি, গাড়ি। আর সুনামিতে ভেসে যাওয়া নিখোঁজ প্রিয়জনদের এখনও খুঁজে ফেরেন স্বজনরা। ডেইলি মেইল, ইয়াহু নিউজ