অঞ্জনস স্বাধীনতা দিবস হকির সেমিফাইনালে সোমবার মওলানা ভাসানী স্টেডিয়ামে দুপুর পৌনে ২টায় সাবেক জাতীয় চ্যাম্পিয়ন সেনাবাহিনীর প্রতিপক্ষ বিমান বাহিনী, পৌনে ৪টায় জাতীয় খেলোয়াড়পুষ্ট নৌবাহিনীর বিপক্ষে খেলবে বিকেএসপি। গতকাল শেষ গ্রুপ ম্যাচে বিকেএসপিকে ৬-৭ গোলে হারায় সেনাবাহিনী। বিকেএসপির ৬ গোলের ৫টি জাতীয় দলের নবীন ড্রাগার আশরাফুলের। আরেক ম্যাচে নৌবাহিনী ৫-২ গোলে জিতেছে বিমান বাহিনীর বিপক্ষে। নৌবাহিনীর জাতীয় ফরোয়ার্ড কৃষ্ণ কুমার (৩), কৌশিক ও রুম্মান এবং বিজিতদের হাসান যুবায়ের নিলয় ও মাহবুব গোল করেন।