আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০৩-২০১৬ তারিখে পত্রিকা

ম্যাককালামের পথেই হাঁটবেন উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক
| খেলা

‘আগ্রাসী ক্রিকেট’, বর্তমানে এ মানের ক্রিকেটের বড় বিজ্ঞাপন নিউজিল্যান্ড। বলের মান বুঝে তার যথার্থ ব্যবহারে সম্প্রতি দারুণ সফল কিউইরা। বিশেষ করে মার্টিন গাপটিল থেকে শুরু করে নিচের দিকে টিম সাউদিও প্রথম বল থেকেই বড় স্কোর তোলার পেছনে ছোটেন। আর নিউজিল্যান্ডের ক্রিকেটে এ পরিবর্তন ব্রেন্ডন ম্যাককালামের নেতৃত্বেই এসেছে বলে মনে করেন কেন উইলিয়ামসন। আর ওই মানসিকতা ধরে রেখে ভারতে সফল হতে চান ঠা-া মাথার এ ব্যাটসম্যান। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ক্রিকেট থেকে অবসরে গিয়ে এক হাহাকার রেখে গেছেন ম্যাককালাম। ফর্মের তুঙ্গে থাকা সত্ত্বেও এবং ছোট ফরম্যাটে অন্যতম আকর্ষণীয় ব্যাটসম্যান হয়েও টি-টোয়েন্টি বিশ্বকাপে নাম লেখাননি ম্যাককালাম। অবশ্যই ঘরের মাঠে বিদায় নেয়ার লোভ সামলাতে পারেননি সাবেক কিউই অধিনায়ক। নয়তো সামনে এত বড় টুর্নামেন্ট থাকতেও কেন অবসরে যাবেন তিনি। তবে তার দেখানো পথে হেঁটে দেশকে প্রথম বৈশ্বিক শিরোপা এনে দিতে চান উইলিয়ামসন, ‘আগ্রাসী ক্রিকেট আমরা গত বছর ধরেই খেলে আসছি। আর এভাবে খেলে আমরা দারুণ সফলও। ভারতেও একই ক্রিকেট খেলতে চাই। কিন্তু জানি, এখানকার কন্ডিশন অনুযায়ী তা কঠিন হবে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। পরিস্থিতি ও পরিবেশ বুঝে আগ্রাসী ক্রিকেট খেলতে হবে।’
নিউজিল্যান্ড ক্রিকেটের বড় বিজ্ঞাপন ম্যাককালাম দলে নেই। সাবেক তারকার সবচেয়ে প্রিয় ফরম্যাটে না থাকা অবশ্যই ভোগাবে নিউজিল্যান্ডকে। কিন্তু উইলিয়ামসন মনে করেন, দলে তরুণ ও অভিজ্ঞদের মিশেল ম্যাককালামের অভাব ঘোচাতে সাহায্য করবে, ‘অবশ্যই ম্যাককালাম আমাদের জন্য বিশাল কিছু। সে থাকলে নেতৃত্ব বা পরিস্থিতি সামলানো নিয়ে চিন্তিত থাকতে হতো না। সে একাই সব সামলে নিত। কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। তাছাড়া দলে রস টেলর, মার্টিন গাপটিল, টিম সাউদিদের সঙ্গে দারুণ প্রতিভাবান তরুণরা সব সামলে নেয়ার দায়িত্ব নিয়েছে। আসলে ম্যাককালাম থাকতেই এ দায়িত্ব নেয়ার মানসিকতা তৈরি হয়েছে সবার মাঝে।’