ডোপ পরীক্ষায় ধরা পড়ার কথা সোমবার স্বীকার করেছিলেন মারিয়া শারাপোভা। তাৎক্ষণিকভাবে তাকে সাময়িক নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। শুরু হচ্ছে তার নতুন এক অধ্যায়। আবারও টেনিসে ফেরার চ্যালেঞ্জ নিয়ে এবার এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা রাশিয়ান টেনিস তারকার। ভক্তদের পাশে পেয়ে তো এমন দৃঢ়তা মনে জেগে ওঠারই কথা তার। পাপের স্বীকারোক্তির পরদিন সকালে অন্যরকম কেটেছে শারাপোভার। মঙ্গলবার সকালে উঠেই ফেসবুক ইনবক্সে পেয়েছেন ভক্তদের অজস্র সমর্থন। পরদিন লস অ্যাঞ্জেলসের সৈকতে তাই হাসিমুখে ট্রেনিংয়ে দেখা গেছে সাবেক গ্র্যান্ডস্লামজয়ীকে।
সেখানেই জানালেন নতুন এক সকালের কথা, ‘আমার ডোপিং স্বীকারোক্তির পর প্রথম ঘুম ভেঙে যা পেলাম তা হলো, প্রচুর ভালোবাসা আর সহমর্মিতায় ভরা ইনবক্স (ফেসবুকে)। প্রথম যে মেসেজে ক্লিক করলাম, সেটা আমার সেরা বন্ধুর পাঠানো। সবাই জানে, খুব কাছের বন্ধু হলো সে-ই, যে আপনাকে একটা কথাতেই হাসাতে পারে আবার কাঁদাতে পারে।’ নতুন প্রতিজ্ঞায় দিন শুরু করেছিলেন শারাপোভা, ‘স্বাভাবিকভাবে বলা যায়, এ সকালটা আমার কাছে অন্যদিনের মতো ছিল না। ভোর ৬টায় উঠলাম, তখন কেবল আমার মাথায় ঘুরঘুর করছে টেনিস খেলার কথা। আবারও কোর্টে ফেরার প্রতিজ্ঞা ছাড়া আর কিছুই ভাবিনি। আর আমার আশা, আমি সেই সুযোগ পাব।’
অধ্যাবসায়-পরিশ্রম দিয়েই আবার ফিরতে চান শারাপোভা। এজন্য সকাল সকাল উঠেই জিমে গেছেন। এদিন পাপারাজ্জির দল তার পিছু নিয়েছিল বলে জানান তিনি। তবে ভক্তদের ভালোবাসায় উচ্ছ্বসিত রাশিয়ান তারকা, ‘যদিও এ মুহূর্তে আমার ভক্তদের জন্য আমি অনেক গর্বিত। আমার স্বীকারোক্তির মাত্র কয়েক ঘণ্টার ভেতর আপনারা যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, আমার সাহসের প্রশংসা করেছেন আমার ভক্তদের এটাই জানাতে চাই, আপনাদের অসাধারণ উদ্দীপনামূলক বক্তব্যগুলো আমার মুখে হাসি ফিরিয়ে এনেছে। আপনাদের কথা আমাকে অসম্ভব উৎসাহ দিয়েছে। আমার এ ফেসবুক পোস্টের একমাত্র উদ্দেশ্য হলো আপনাদের সবাইকে ধন্যবাদ দেয়া। অনেক অনেক ধন্যবাদ।’