প্রায় ১ হাজার লোকের উপস্থিতিতে অকল্যান্ডে সম্পন্ন হলো নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক মার্টিন ক্রোর অন্ত্যেষ্টিক্রিয়া। চিরবিদায়ে স্মরণ করা হলো ক্রিকেটের অন্যতম সেরা এ প্রতিভাবানকে। দেশটির পার্নেলে হলি ট্রিনিটি ক্যাথেড্রালে সরাসরি সম্প্রচার করা হয় এ অনুষ্ঠান। ক্রোর স্ত্রী লরেইন ডোনেস, তার ভাই জেফ ক্রো, সাবেক সতীর্থ ইয়ান স্মিথ ও স্কুলের বন্ধু ডেভিড লাইল মরিস জানান শেষ শ্রদ্ধা। ক্রোর শেষ দিনগুলো নিয়ে তার স্ত্রী লরেইন বলেন, ‘অনেকে তাকে জানে একজন ক্রিকেটীয় কিংবদন্তি হিসেবে। আমি তাকে জানি আমার আত্মার একজন হিসেবে। অনেক মজার ও প্রেমময়ী ছিল সে। সঙ্গী হিসেবে সে ছিল আমার স্বপ্নের একজন।’
ক্রিকেটের উল্লেখযোগ্য কয়েকজন ছিলেন এ অনুষ্ঠানে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট, প্রেসিডেন্ট স্টিভেন বুক, বোর্ডের পরিচালক স্যার রিচার্ড হ্যাডলি, মার্টিন স্নেডেন ও জিওফ অ্যালট। নির্বাচক গ্যাভিন লারসেনও ছিলেন সেখানে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধি ছিলেন গ্রেগ চ্যাপেল। ক্রোর প্রথম টেস্ট ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করেন তিনি।
১৯৯৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ক্রোর ১৪২ রানের ইনিংসের ভিডিও ফুটেজ দিয়ে শুরু হয় অন্ত্যেষ্টিক্রিয়া। সঙ্গে বাজতে থাকে গ্রেট গিগ ইন দ্য স্কাই গানটির সুর। সব শেষে অকল্যান্ডের গ্রামার স্টুডেন্টরা গার্ড অব অনার দেয় ক্রোর মরদেহকে। ঐতিহ্যবাহী হাকা-ও চলে। ক্রোর কফিন বহন করেছেন অভিনেতা রাসেল ক্রো ও দীর্ঘদিনের বন্ধু হিলটন মেক্সটেড, ডেভিড লাইল মরিস, গ্র্যান্ট ফক্স, স্টিভ উইকস ও তার ভাই জেফ।