আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০৩-২০১৬ তারিখে পত্রিকা

ভারতে যাচ্ছে পাকিস্তান দল

স্পোর্টস ডেস্ক
| খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তানের সরে দাঁড়ানোর ঝুঁকি অবশেষে কেটে গেছে। শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলি খান টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণের অনুমতি দিয়েছেন। এর মাধ্যমে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে নাটকীয়তার অবসান ঘটে। শুক্রবার রাতেই ভারতের উদ্দেশে রওনা হতে পারে পাকিস্তান ক্রিকেট দল।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি জানান, দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিত ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাতের পর পাকিস্তান দলের জন্য গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন। গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে রিপোর্টারদের সঙ্গে আলাপকালে নাজাম শেঠি জানান, ভারতের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়ে গ্যারান্টি দেয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়টি অনুমোদন করেছেন।
বিশ্বকাপে দলের নিরাপত্তা ইস্যুতেই এত দিন ঝুলে ছিল পাকিস্তানের ভারত সফর। নিরাপত্তার কারণে টুর্নামেন্টে ১৯ মার্চ ভারত-পাকিস্তান ম্যাচটি ধর্মশালা থেকে সরিয়ে কলকাতায় নেয়া হলেও তাতে আশ্বস্ত হতে পারছিল না পাকিস্তান। পাকিস্তান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, নিরাপত্তার বিষয়ে লিখিত প্রতিশ্রুতি পেলেই শুধু ভারত যাবে পাকিস্তান ক্রিকেট দল। এরপর আফ্রিদিদের নিরাপত্তার বিষয়ে পশ্চিমবঙ্গ প্রাদেশিক সরকার ‘পাবলিক গ্যারান্টি’ ইস্যু করার পরই বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চলমান অচলাবস্থার অবসান ঘটে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লিখিতভাবে কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দলের জন্য ‘নিছিদ্র নিরাপত্তা’ প্রদানের অঙ্গীকার করেন। পাকিস্তানকে নিরাপত্তা প্রদানের বিষয়ে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, ‘ভারতে আগমনকারী যে কারোর নিরাপত্তা বিধান করা হবে। এ ব্যাপারে কোনো সংশয়ের অবকাশ নেই।’ বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বক্তব্যকালে স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলি ভারতের পক্ষ থেকে লিখিত প্রতিশ্রুতির দাবির বিষয়টি তুলে ধরে বলেন, ‘এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) খুবই আন্তরিক। তবে ভারত সরকারের পক্ষ থেকে নিরাপত্তা প্রতিশ্রুতি পাওয়াটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ ১৬ মার্চ গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাছাই পর্ব থেকে উঠে আসা দলের মুখোমুখি হবে পাকিস্তান।