আজকের পত্রিকাআপনি দেখছেন ১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

বাংলা মাসের তারিখ নিয়ে বিভ্রান্তি নয়

| চিঠিপত্র

প্রচলিত বাংলা সনের তারিখ গণনার জটিল পদ্ধতিকে সহজ করার লক্ষ্যে বাংলা একাডেমি যে পদ্ধতি নির্ধারণ করেছিল, তা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত হয়। 
বর্তমানে বাংলাদেশের সব সরকারি-বেসরকারি অফিস-আদালতে এ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। এ পদ্ধতিতে বাংলা সনের তারিখ গণনা বৈশাখ থেকে ভাদ্র মাস পর্যন্ত প্রতি মাস ৩১ দিন এবং আশ্বিন থেকে চৈত্র মাস পর্যন্ত প্রতি মাস ৩০ দিন। 
ইংরেজি সালের লিপ ইয়ারে ফাল্গুন মাস ৩১ দিন। ১ বৈশাখ শুরু হবে ইংরেজি মাসের ১৪ এপ্রিল। দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে প্রকাশিত বাংলা পঞ্জিকাগুলো প্রচলিত বাংলা সনের পাশাপাশি বাংলা একাডেমির নির্ধারিত বাংলা সনও সঠিকভাবে ছাপা হয়ে আসছিল। 
কিন্তু ঢাকার নিউএজ পাবলিকেশন্সের প্রকাশিত নবযুগ (হাফ) পঞ্জিকা ১৪২৪ সাল থেকে নিয়মিতভাবে বাংলা একাডেমির নির্ধারিত বাংলা সনের আশ্বিন মাসকে (৩০ দিনের স্থলে) ৩১ দিনে দেখিয়ে আসছে। 
এ মোতাবেক প্রতি বছরে দিনের সংখ্যা দাঁড়ায় ৩৬৬-তে। কিন্তু এটা অবাস্তব। তাই অনতিবিলম্বে এ অপতৎপরতা বন্ধের লক্ষ্যে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তর/অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি এবং একই সঙ্গে জনগণের মধ্যে বাংলা একাডেমির নির্ধারিত বাংলা সন সম্পর্কে যে ভ্রান্তির সৃষ্টি হয়েছে, তা অবিলম্বে দূরীভূতকরণের জন্য নিউএজ পাবলিকেশন্সের পক্ষ থেকে সন্তোষজনক ব্যাখ্যা দাবি করছি। 

অধ্যাপক এবিএম মোশাররফ হুসাইন
বাগেরহাট