ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৭২ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করার দাবি তুললেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। ১২৫ কোটি জনতার আস্থা হারিয়ে ভোটের আগে মোদি ভারতের মানুষকে বিভ্রান্ত করতে ভ্রান্ত খবর ছড়াচ্ছেন বলেও মন্তব্য করেছেন উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী। ৪০ তৃণমূল কংগ্রেস বিধায়ক গোপনে যোগাযোগ রেখে চলেছেন বলে এক জনসভায় দাবি করেছেন মোদি। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনের ৭২ বছরের নিষেধাজ্ঞা দেওয়া উচিত বলে মন্তব্য করেন অখিলেশ। সোমবার পশ্চিমবঙ্গে এক নির্বাচনি জনসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে মোদি বলেন, তৃণমূল কংগ্রেস নেত্রীর প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ভুলে যাওয়া উচিত। আসলে ‘ভাইপো’কে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতেই মমতা লোকদেখানো দিল্লি দখলের জিগির তুলছেন বলেও নির্বাচনি সভায় দাবি করেন মোদি। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের ৪০ বিধায়ক তার সঙ্গে যোগাযোগ রেখে চলছেন বলে দলের নেত্রী মমতাকে হুঁশিয়ারিও দেন মোদি।
টুইটারে এর প্রতিক্রিয়া দিতে গিয়ে ক্ষুব্ধ অখিলেশ যাদবের দাবি, নির্বাচনি সভায় এ ধরনের মন্তব্য মোদির কালো মাথার পরিচয় বহন করে। তাই ৭২ ঘণ্টা নয়, মোদিকে ৭২ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা উচিত বলে মনে করেন উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী। ওয়ান ইন্ডিয়া।