আজকের পত্রিকাআপনি দেখছেন ১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

ট্রান্সজেন্ডারের চরিত্রে অমিতাভ

বিনোদন ডেস্ক
| বিনোদন

দীর্ঘ ক্যারিয়ারে অমিতাভ বচ্চনকে বিভিন্ন চরিত্রে দেখেছেন দর্শক। কিন্তু আজও প্রতিটি ছবিতে চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন বিগ-বি। শোনা যাচ্ছে, এবার এক ট্রান্সজেন্ডারের চরিত্রে পর্দায় আসতে চলেছেন শাহেনশাহ। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, তামিল অভিনেতা তথা পরিচালক রাঘব লরেন্স বিখ্যাত হিন্দি ছবি ‘কাঞ্চনা’র রিমেক করছেন হিন্দিতে। মুম্বাইয়ের একটি রিসোর্টে অক্ষয় কুমারকে নিয়ে শুটিং শুরু হয়েছে। সেখানেই এক ট্রান্সজেন্ডারের চরিত্রে অভিনয় করতে পারেন অমিতাভ।
রাঘব এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, ‘অক্ষয়ের সঙ্গে কাঞ্চনার হিন্দি রিমেক করার কথা অনেকদিন ধরে হচ্ছিল। শেষ পর্যন্ত সেটার কাজ শুরু হয়েছে। স্ক্রিপ্ট অনেক ইম্প্রুভ হয়েছে। বলিউড অডিয়েন্সের রুচির সঙ্গে অক্ষয়ের চরিত্র মানানসই।’