আজকের পত্রিকাআপনি দেখছেন ১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

বিশ্বকাপে ম্যানেজার সুজন, ত্রিদেশীয় সিরিজে নান্নু

স্পোর্টস রিপোর্টার
| খেলা

ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ মিলিয়ে প্রায় আড়াই মাস ব্যস্ত সূচি পার করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ হবে ৫ থেকে ১৭ মে। এরপর আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ডে চলে যাবে মাশরাফি বিন মুর্তজার দল। পরপর দুটি ইভেন্ট। সময়ও লম্বা। তাই দুটি ইভেন্টের জন্য দুইজনকে ম্যানেজার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন মিনহাজুল আবেদীন নান্নু। আর বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন। আজ ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে অংশ নেওয়ার উদ্দেশে আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ দল। তবে খালেদ মাহমুদ সুজন আপাতত যাচ্ছেন না। ত্রিদেশীয় সিরিজ শেষে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। বাংলাদেশের বিশ্বকাপ দলের ১৫ জনই রয়েছেন ত্রিদেশীয় সিরিজের দলে। সঙ্গে বাড়তি আছেন আরও চারজন। অতিরিক্ত চারজন হলেনÑ ইয়াসির আলী রাব্বী, নাঈম হাসান, তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা। বিশ্বকাপ লম্বা সময়ের টুর্নামেন্ট। তাছাড়া দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের ছোটখাটো ইনজুরি রয়েছেন। এ কারণে ব্যাকআপ হিসেবে এ চার ক্রিকেটারকে ত্রিদেশীয় সিরিজের দলে রাখা হয়েছে।