মোহাম্মদ আমিরকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ায় অবাক হয়েছেন ওয়াসিম আকরাম। দল ঘোষণার পরও দাবি তুলেছেন, আমিরকে ফিরিয়ে নেওয়া হোক। পাকিস্তানের কিংবদন্তি পেসারের সাফ কথা, ‘আমিরকে বাদ দিয়ে বিশ্বকাপ খেলা যায় না। ইংলিশ কন্ডিশনে আমার প্রথম পছন্দ আমিরই। ওই দেশে অতীতে সে বরাবর ভালো পারফর্ম করেছে।’ বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেও আমিরের সামনে এখনও একটা সুযোগ থাকছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে যদি দারুণ কিছু করতে পারেন আমির, তাহলে হয়তো দরজা খুলে যাবে বিশ্বকাপের জন্যও। নর্দাম্পটনশায়ারের বিপক্ষে সোমবার রাতে হওয়া ট্যুর ম্যাচে ১ উইকেট পেয়েছেন আমির। বছর দুয়েক আগে চ্যাম্পিয়ন্স লিগে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করার পেছনে বড় ভূমিকা ছিল আমিরের। ভারতের বিরুদ্ধে ফাইনালে দারুণ বোলিং করেছিলেন বাঁহাতি পেসার।