ইংল্যান্ডে বিশ্বকাপ শুরু ৩০ মে। তবে তার আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজে অংশ নেবে বাংলাদেশ, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজটি ৫ মে শুরু হয়ে শেষ হবে ১৭ মে।
ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে অংশ নেওয়ার উদ্দেশে আজ সকাল সাড়ে ১০টায় আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের উদ্দেশে ঢাকা ছাড়বে মাশরাফি বিন মর্তুজার দল। এমিরেটসের ঢাকা-দুবাই ফ্লাইটে যাবেন মাশরাফি-সাকিব-মুশফিক-তামিমরা। দুবাইতে দুই ঘণ্টা যাত্রাবিরতির পর সরাসরি আয়ারল্যান্ডে চলে যাবে টাইগাররা। ত্রিদেশীয় সিরিজে দলে আছেন মোট ১৯ জন। এই ১৯ ক্রিকেটারসহ, কোচিং স্টাফ ও টিম ম্যানেজম্যান্ট একই সঙ্গে আয়ারল্যান্ড যাবেন। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ মে। তার আগে ৫ মে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফিরা।