আজকের পত্রিকাআপনি দেখছেন ১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

আলোর পরশ

| প্রকৃতি ও পরিবেশ

কোরআনের বাণী

‘বিশুদ্ধচিত্তে তাঁর অভিমুখী হয়ে তাঁকে ভয় কর, সালাত কায়েম কর এবং অন্তর্ভুক্ত হয়ো না মুশরিকদের। নিজেদের দ্বীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।’ (সূরা রুম : ৩১-৩২)।

হাদিসের আলো

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক সপ্তাহে দু-বার অর্থাৎ সোম ও বৃহস্পতিবার বান্দার কার্যাবলি আল্লাহর দরবারে পেশ করা হয় এবং প্রত্যেক মোমিন বান্দাকে ক্ষমা করা হয়; কিন্তু ওই বান্দাকে ক্ষমা করা হয় না, যে নিজে কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে শত্রুতা পোষণ করে। তার সম্পর্কে বলে দেওয়া হয় যে, তাদের সময় দাও, যাতে তারা পরস্পর আপস-মীমাংসা করতে পারে।’ (মুসলিম)।