আজকের পত্রিকাআপনি দেখছেন ১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

পরিবার-স্বজনদের জন্য দোয়া চাইলেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
| নগর মহানগর

প্রয়াত এমপি নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেন, আমার বড় ভাইসহ পরিবার-স্বজনদের জন্য দোয়া করবেন। আমাদের জন্যও দোয়া করবেন যাতে জনগণের সেবা করতে পারি। মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়ায় হিরামহল প্রাঙ্গণে প্রয়াত এমপি নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীতে আয়োজিত দোয়া মাহফিলের আগে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শামীম ওসমান আরও বলেন, আমরা মানুষ, আমাদের ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। আমার বড় ভাই নাসিম ওসমানের (নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত এমপি) মতো এত আল্লাহওয়ালা মানুষ, আল্লার প্রতি অগাধ বিশ্বাসের মানুষ আমি আর দেখিনি। আমি দেখেছি, তিনি সবসময় রাত জেগে ইবাদত করতেন। বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবিতে তিনি যখন প্রথম আন্দোলনে বেরিয়ে যান তখন গোলাগুলি হলেও তিনি নামাজ ছাড়েননি। বাঙ্কারে দাঁড়িয়ে তিনি নামায পড়েছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর ও আওয়ামী লীগ নেতা ওয়াজেদ আলী খোকন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নিজাম প্রমুখ।