চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের একটি অস্ত্রোপচার কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে হাসপাতালের চতুর্থ তলায় ১৬ নম্বর ওয়ার্ডের অস্ত্রোপচার কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে সূত্রপাত হওয়া আগুন তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ৯টি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। তবে এর আগেই তাৎক্ষণিকভাবে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।