চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে মঙ্গলবার চট্টগ্রাম মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে কোতোয়ালী থানার রেয়াজউদ্দিন বাজার এলাকায় নতুন বা নবায়ন ট্রেড লাইসেন্স ফি আদায়সাপেক্ষে ২৭টি ট্রেড লাইসেন্স নবায়ন ও ৯টি ট্রেড লাইসেন্স নতুন তাৎক্ষণিক ইস্যু করে ফি বাবদ মোট ৮৫ হাজার ৩৮০ টাকা আদায় করা হয়। অভিযানকালে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।