আজকের পত্রিকাআপনি দেখছেন ১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

৪০তম বিসিএসের প্রিলিমিনারি শুক্রবার

নিজস্ব প্রতিবেদক
| শেষ পাতা

শুক্রবার ৪০তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী কর্ম কমিশনের ওয়েবসাইটে (িি.িনঢ়ংপ.মড়া.নফ) পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার দিন মোবাইল ফোন, হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রিক ঘড়ি, ক্যালকুলেটর, কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস, গহনা, অলঙ্কার, বইপত্র, মানিব্যাগ/ব্যাংক কার্ড পাওয়া গেলে তা বাজেয়াপ্ত এবং প্রার্থিতা বাতিল ও সব ধরনের নিয়োগ পরীক্ষার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে। পিএসসি সূত্রে জানা যায়, অতীতের সব রেকর্ড ভেঙে ৪০তম বিসিএসে আবেদন করেছেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। এই বিসিএসের মাধ্যমে এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে পিএসসি জানিয়েছে।