আজকের পত্রিকাআপনি দেখছেন ১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

আত্মহত্যার প্ররোচনা

অরিত্রির দুই শিক্ষকের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

আদালত প্রতিবেদক
| খবর

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রি অধিকারীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় দুই শিক্ষকের বিরুদ্ধে দেওয়া চার্জশিট গ্রহণ করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী মঙ্গলবার চার্জশিট গ্রহণ করেন। একই সঙ্গে শ্রেণি-শিক্ষিকা হাসনা হেনাকে অব্যাহতির যে আবেদন করা হয়েছে, আদালত তা মঞ্জুর করেছেন। এর আগে ১০ এপ্রিল মামলার চার্জশিট গ্রহণের দিন ধার্য ছিল। তবে আদালত মামলার বাদীকে আদালতে হাজির হওয়ার জন্য নোটিশ জারি করেন এবং তার উপস্থিতিতে চার্জশিট গ্রহণের জন্য ৩০ এপ্রিল দিন ধার্য করেন। ২৮ মার্চ বিকালে পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখায় মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক কাজী কামরুল ইসলাম চার্জশিট জমা দেন। একই সঙ্গে মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় শ্রেণি-শিক্ষিকা হাসনা হেনাকে অব্যাহতির আবেদন করা হয়। ২০১৮ সালে ৩ ডিসেম্বর রাজধানীর শান্তিনগরের নিজ বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় শিক্ষার্থী অরিত্রি। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ভিকারুননিসার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। ঘটনার পরদিন রাজধানীর পল্টন থানায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার ও শ্রেণি-শিক্ষিকা হাসনা হেনার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অরিত্রির বাবা দিলীপ অধিকারী মামলা করেন।