রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলের কাজিরগাঁও এলাকার একটি বাসা থেকে মোবাইল চুরির ঘটনা ঘটেছে। আমান একাডেমি নামে ছয়তলা ভবনের দ্বিতীয় তলার জানালা দিয়ে বিশেষ কৌশলে মোবাইল ফোনটি বের করে পালিয়ে যায় চোর চক্র। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।
মামলার বাদী খন্দকার হাবিবুর রহমান জানান, ২২ এপ্রিল রাত ৩টার দিকে বাড়ির দ্বিতীয় তলার জানালা দিয়ে চোর মালামাল নিতে থাকে। এ সময় তার মায়ের ঘুম ভেঙে গেলে চোরকে দেখতে পান। তিনি চিৎকার করলে চোর তার চার্জে দেওয়া মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়।