আজকের পত্রিকাআপনি দেখছেন ১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

বিএসএমএমইউতে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

| খবর

চিকিৎসাসেবা, শিক্ষা ও গবেষণাকে আন্তর্জাতিক মানের উন্নীত করার অঙ্গীকারের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব¦বিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২২তম বিশ্ববিদ্যালয় দিবস মঙ্গলবার উদযাপিত হয়েছে। দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দিনটি নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। এর মধ্যে ছিল মঙ্গলবার সকাল ৮টায় বি ব্লকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকাল ৮টা ১৫ মিনিটে  জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, সকাল ৮টা ২০ মিনিটে পায়রা ও বেলুন উড়ানো, সকাল ৮টা ২০ মিনিটে র‌্যালির উদ্বোধন, সকাল ১০টায় বৈজ্ঞানিক অধিবেশন, দুপুর ১২টায় আলোচনা সভা এবং বিকাল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব¦বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়ার নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারী। ভিসি এরপর একটি বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন। পরে সকাল ১০টায় শহীদ ডা. মিলন হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব¦বিদ্যালয়ের প্রথম ভিসি অধ্যাপক ডা. এমএ কাদেরী স্যারকে উৎসর্গ করে ‘বিশ্ববিদ্যালয়ের অর্জনসমূহ ও স্বপ্ন’ শীর্ষক বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হয়। বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়ার সভাপতিত্বে আলোচনা সভায়  উপস্থিত ছিলেন প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক এমপি, বিশেষ অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  ডা. মো. মুরাদ হাসান এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা  ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এমএ আজিজ প্রমুখ। এরপর বিকাল ৩টায় অডিটরিয়াম, এ ব্লকের অডিটরিয়ামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ২২তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়।