মঙ্গলবার ৩৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মাধ্যমে ৪ হাজার ৭৯২ চিকিৎসক নিয়োগের সুপারিশ পেলেন। পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে কমিশনের সভা শেষে চূড়ান্ত ফল সাংবিধানিক প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সুপারিশকৃতদের মধ্যে সহকারী সার্জন চার হাজার ৫৪২ জন। এছাড়া ডেন্টাল সার্জন পদে ২৫০
জনকে সুপারিশ করা হয়েছে। ফল পিএসসির ওয়েবসাইটে www.bpsc.gov.bd পাওয়া যাবে। এছাড়া টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করেও জানা যাবে। এসএমএস পাঠানোর নিয়ম হলো PSC39Registration Number লিখে ১৬২২২ নাম্বারে পাঠিয়ে দিতে হবে। উদাহরণ PSC ৩৯ ১২৩৪৫৬ send to ১৬২২২।
পিএসসি সূত্র জানায়, ৩৯তম বিশেষ বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষায় সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১৩ জন প্রার্থী পাস করেছেন। পাস করা প্রার্থীরা চূড়ান্ত নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা দিয়েছেন। ৭ মার্চ এ বিসিএসের মৌখিক পরীক্ষা নেওয়ার কার্যক্রম শেষ হয়েছে। গত বছরের ৩ আগস্ট ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর ৩২টি কেন্দ্রে এই বিশেষ বিসিএস পরীক্ষা হয়। এতে প্রায় ৩৭ হাজার ৫৮৩ চাকরিপ্রত্যাশী অংশ নেন। গত বছরের ৬ সেপ্টেম্বর ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়।