জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বনানী কার্যালয়ের তালা ভেঙে ৪৩ লাখ টাকা চুরি হয়েছে। সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কার্যালয়ের তালা ভেঙে চুরি করে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকালে এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, জাতীয় পার্টিও চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর হোসেনের রুমে থাকা সিন্দুক ভেঙে ৪৩ লাখ টাকা চুরি হয়েছে।
কার্যালয়ে টাকা থাকার বিষয়ে তিনি বলেন, সোমবার ব্যাংক থেকে টাকা তুলে আনা হয়েছিল। এ টাকা স্টাফদের বেতনসহ কার্যালয়ের বিভিন্ন কাজের জন্য রাখা ছিল। এছাড়া দলীয় প্রধান এরশাদের রংপুরে বাড়ি তৈরির কাজে কিছু টাকা ব্যয় করার কথা ছিল। সকালে কিছু টাকা নিয়ে রংপুর যাওয়ার কথা
ছিল। দুর্বৃত্তরা আরও তিনটি রুমের তালাও ভেঙেছে।
পুলিশ জানিয়েছে, ভবনে সিসি ক্যামেরা থাকলেও তা বিকল ছিল। তবে অফিসের সামনে অনেক সিসি ক্যামেরা আছে। চুরি কারা করেছে, তা সহজেই ধরা যাবে বলে ধারণা। বনানী থানার উপপরিদর্শক (এসআই) মোকলেসুর রহমান বলেন, মঙ্গলবার সকালে মৌখিক অভিযোগের ভিত্তিতে আমরা প্রাথমিক একটি তদন্ত করছি। এ ঘটনায় ভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা দুজন গার্ডকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বনানীর ১৭/এ সড়কের ৭৫ নম্বর বাড়িতে জাতীয় পার্টির কার্যালয়। এখানে অফিস করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ।