রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় মেট্টো হাউজিংয়ে জঙ্গি আস্তানায় র্যাবের অভিযানের সময় বিস্ফোরণে নিহত দুই জঙ্গির পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় অজ্ঞাতনামা ৬ জনকে আসামি করে মামলা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার র্যাব-২ বসিলা ক্যাম্পের ডিএডি মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা করেন। র্যাব-২ এর সিও (কমান্ডিং অফিসার) লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, মেট্রো হাউজিংয়ের টিনশেডে নিহত দুই জঙ্গির প্রকৃত পরিচয় এখনো পাওয়া
যায়নি। তাদের পরিচয় শনাক্ত করতে কাজ চলছে। এরই মধ্যে ডিএনএ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। আঙুলের ছাপ নিয়ে কাজ করা হচ্ছে। যদিও ওই বাড়ির কেয়ারটেকার সোহাগ ও তার স্ত্রী মৌসুমি আক্তার র্যাবকে জানিয়েছেন, নিহত দুই জঙ্গির নাম সুজন ও সুমন। তাদের দেওয়া তথ্যও যাচাই বাছাই করে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, বাড়ির কেয়ারটেকার সোহাগ, তার স্ত্রী মৌসুমি ও মসজিদের ইমাম ইউসুফকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের কোনো দোষ পাওয়া না গেলে ছেড়ে দেওয়া হবে।
র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেছেন, জঙ্গি আস্তানায় বিস্ফোরণ ও র্যাবের অভিযানের ঘটনায় মৃত দুই জঙ্গির প্রকৃত পরিচয় এখনও পাওয়া যায়নি। এটা নিয়ে কাজ চলছে। তবে মৃত দুই জঙ্গি জেএমবির একটি গ্রুপের সদস্য বলে ধারণা করা হচ্ছে।