নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি বলেছেন, পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছে। অভিযোগ রয়েছে, বিশেষ বিশেষ সময়ে পণ্য পরিবহনে চাঁদাবাজির কারণে পণ্যের মূল্য বৃদ্ধি পায়। নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিটি বিভাগীয় কমিশনারকে এ বিষয়ে চিঠি লেখা হয়েছে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা এ বিষয়ে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। যাতে রমজান মাসকে সামনে রেখে কেউ চাঁদাবাজি বা পণ্যের মূল্য বৃদ্ধি করার সুযোগ না পায়। বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা সবাই ভোক্তা। ভোক্তার অধিকার রক্ষায় আমাদের সচেতন হতে হবে। সবাই সতর্ক হলে প্রতিরোধ করা সম্ভব। আমরা কাউকেই চাঁদাবাজি বা কোনো পণ্যের মূল্য বৃদ্ধির সুযোগ দিতে চাই না। ভোক্তা যাতে ন্যায্যমূল্যে নিরাপদ ও মানসম্পন্ন পণ্য পান, সে জন্য সরকার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত বিশ্ব ভোক্তা দিবসের আলাচনা সভা (২ মে) আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. মফিজুল ইসলাম এবং জাতীয় ভোক্তা অধিকার সরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লস্কর উপস্থিত ছিলেন।