আজকের পত্রিকাআপনি দেখছেন ১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

সংবাদ সংক্ষেপ

| দেশ

হিটস্ট্রোকে মৃত্যু
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে হিটস্ট্রোকে আবু বকর সিদ্দিক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বড়াইগ্রাম পৌরসভার রয়না মহল্লার বাসিন্দা ও পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার টিটি মাঝগ্রামের কাজী রুস্তম আলীর ছেলে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন চান্দু জানান, দুপুরে রয়না বিলে পাটের জমি নিড়ানির সময় প্রচ- রোদ ও গরমে তিনি স্ট্রোকে আক্রান্ত হন।


শিক্ষার্থীদের মানববন্ধন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় বর্ণমালা কিন্ডারগার্টেনে আগুন দেওয়ার ঘটনায় মঙ্গলবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাওনা চৌরাস্তা প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি সাহাবুদ্দিন ফরাজীর সভাপতিত্বে শওকত ওসমার সেলিমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আলহাজ শামসুল হক বিএসসি, মুশফিকুর আলম মিলন, রাশেদুল ইসলাম রুবেল, জাহাঙ্গীর আলম, কামাল ফকির প্রমুখ।


প্রশিক্ষণ
কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে আইএসপিপির যতœ প্রকল্পের বিকল্প উৎস থেকে পরিবার বা খানাভিত্তিক তথ্য সংগ্রহ শীর্ষক পরিকল্পনা ও সমন্বয় প্রশিক্ষণ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন উত্তরণ সম্মেলনকক্ষে প্রশিক্ষণ উদ্বোধন করেন যতœ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) শেখ কাবেদুল ইসলাম। জেলা প্রশাসক মোসা. সুলতানা পারভীনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপপ্রকল্প পরিচালক মনিরুল ইসলাম, ডিডিএলজি হাফিজুর রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান 
হাবীব নীলু প্রমুখ।


ওয়ার্কশপ
নাটোর প্রতিনিধি

ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজ-অ্যাবিলিটিজ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। বক্তব্য রাখেন রাজশাহী উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক মোসা. নাসিমা খাতুন, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ।


পুলিশিং সভা
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাল্যবিয়ে, ইভটিজিং ও মাদক প্রতিরোধে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা মঙ্গলবার দুপুরে নলী চরকগাছিয়া তমিজিয়া মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়। সাবেক প্রধান শিক্ষক আবদুর রবের সভাপতিত্বে বক্তব্য রাখেন মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আবদুল্লাহ, ওসি (তদন্ত) মাজাহারুল আমীন (বিপিএম), প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী প্রমুখ।


বাইসাইকেল বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি

শিক্ষার মানোন্নয়ন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ঝিনাইদহে ছাত্রীদের মাঝে মঙ্গলবার বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়। মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সদর আলী বিশ্বাস, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম প্রমুখ।