আজকের পত্রিকাআপনি দেখছেন ১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

কিশোরগঞ্জে সাগর হত্যাকারীদের গ্রেপ্তার দাবি

কিশোরগঞ্জ প্রতিনিধি
| দেশ

কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকার কিশোর সাগর হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মঙ্গলবার এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেন। শহরের হারুয়া থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। আসামিদের কয়েকজন উচ্চ আদালত থেকে জামিনে এসে মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন বক্তারা। উল্লেখ্য, ১৬ এপ্রিল রাতে সন্ত্রাসীরা হারুয়া এলাকার ১২ বছর বয়সি সাগর মিয়াকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে।