রাঙ্গামাটি সদরের মানিকছড়িতে দুই দিনে ২০ লাখ টাকার চোরাই সেগুন কাঠ জব্দ করেছে বন বিভাগ। এ সময় পাচার কাজে জড়িত দুটি ট্রাক জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি। বন বিভাগ সূত্রে জানা যায়, রোববার ও সোমবার সেগুন কাঠ বোঝাই দুটি ট্রাক জব্দ করা হয়েছে। জানা গেছে, রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি স্থানটি এখন চোরাই কাঠ পাচারের নিরাপদ রুটে পরিণত হয়েছে। অভিযান পরিচালনাকারী বন বিভাগের সদর রেঞ্জার মোশারফ হোসেন বলেন, ‘পাহাড়ি জেলাগুলোর বিভিন্ন স্থান থেকে কাঠ সংগ্রহ করেছে চক্রটি।