আজকের পত্রিকাআপনি দেখছেন ১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

সিরাজগঞ্জে দুই ছাত্র নির্যাতনের ঘটনায় শিক্ষক বরখাস্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি
| দেশ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিশু ছাত্র পাশবিক নির্যাতনের ঘটনায় সেই সহকারী শিক্ষক সাইফুল ইসলামকে অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুই দফা তদন্তের পর প্রাপ্ত প্রতিবেদনসাপেক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দীক মোহাম্মদ ইউসুফ রেজার স্বাক্ষরিত এক আদেশে সোমবার বিকালে তাকে এ সাময়িক বরখাস্ত করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দীক মোহাম্মদ ইউসুফ রেজা বলেন, এমন অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই স্কুলের সহকারী শিক্ষক সাইফুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।