আজকের পত্রিকাআপনি দেখছেন ১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

জেলা যুবলীগের ত্রিবার্ষিক কাউন্সিল

দিনাজপুরে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য

কামরুল হুদা হেলাল, দিনাজপুর
| দেশ

১৪ বছর পর দিনাজপুর জেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সাংগঠনিক তৎপরতা। বৃহস্পতিবার বেলা ১১টায় দিনাজপুর বড় ময়দানের স্টেশন ক্লাব চত্বরে কাউন্সিল অনুষ্ঠিত হবে। জানা যায়, সভাপতি পদে পাঁচ প্রার্থী হচ্ছেনÑ বর্তমান সাধারণ সম্পাদক হাজী সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগের সাবেক জেলা সাধারণ সম্পাদক সৈয়দ সোহেল হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান লতিফ সেতু, সাবেক ছাত্রনেতা রাশেদ পারভেজ এবং জেলা যুবলীগের সহ-সভাপতি জাকির হোসেন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আলম রবু, জেলা যুবলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান টুটুল, সাবেক ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ মামুন এবং যুবলীগ নেতা সাইফুল ইসলাম ম্যাঙ্গ। ৪১৯ কাউন্সিলর তিন বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে গোপন ভোট দেবেন বলে বিদায়ি সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন জানান।
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী কাউন্সিল উদ্বোধন করবেন। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক এবং প্রধান বক্তা থাকবেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। দিনাজপুরের ছয়জন নির্বাচিত সংসদ সদস্য ও একজন মহিলা এমপির কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে থাকার কথা রয়েছে। কাউন্সিলকে কেন্দ্র করে দিনাজপুর শহরসহ ১৩টি উপজেলায় ব্যানার, ফেস্টুন আর পোস্টারে ছেয়ে গেছে। ১০ প্রার্থীর মধ্যে সভাপতি প্রার্থী হাজী সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রার্থী রবিউল আলম রবু তাদের ব্যানার-পোস্টারে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপির ছবি ব্যবহার করেছেন।