আজকের পত্রিকাআপনি দেখছেন ১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

নুসরাত হত্যার বিচার দাবিতে সনাকের মানববন্ধন

আলোকিত ডেস্ক
| দেশ

নুসরাতের ঘাতকদের বিচার দাবিতে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন- আলোকিত বাংলাদেশ

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যায় জড়িতদের বিচার দাবিতে সচেতন নাগরিক কমিটি (সনাক) মঙ্গলবার বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে। মানববন্ধনে ‘নুসরাত হত্যার ন্যায়বিচার চাই, চাই দায়ীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ’ এ সেøাগান দেওয়া হয়। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর
রংপুর : নগরীর কাচারী বাজার জিরো পয়েন্টে মানববন্ধনে উপস্থিত ছিলেন নারীনেত্রী সনাক সভাপতি মোসফেকা রাজ্জাক, সহ-সভাপতি অ্যাডভোকেট মুনির চৌধুরী, বিশিষ্ট নারীনেত্রী মনোয়ারা বেগম, বিলকিস আখতার, সুজন শহর সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু প্রমুখ।
নাটোর : পুরাতন বাসস্ট্যান্ডের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক জেলা সভাপতি রণেন রায়, সাবেক সভাপতি রেজাউল করিম রেজা, সাংস্কৃতিকব্যক্তিত্ব প্রফেসর সুবিধ কুমার মৈত্র অলোক, এনজিও কর্মী রওশন আরা শ্যামলী, স্বজন সদস্য অ্যাডভোকেট খগেন রায়, বনলতা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান প্রমুখ।
বরগুনা : বরগুনা প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক বরগুনার সহ-সভাপতি মনির হোসেন কামাল, সদস্য সুখরঞ্জন শীল, সাংবাদিক জাকির হোসেন মিরাজ প্রমুখ।
রাজবাড়ী : প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধনে সনাকের রাজবাড়ী সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহার সভাপতিত্বে বক্তব্য রাখেন সনাক সদস্য, শিক্ষক ও ইয়েস সদস্যরা।
কুড়িগ্রাম : প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে মানববন্ধনে সনাক সভাপতি রওশন আরা চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইয়েস দলনেতা এনামুল হক, সলিডারিটির বদরুন্নেসা বিথি, সাংস্কৃতিকব্যক্তিত্ব জ্যোতি আহমেদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল বাতেন প্রমুখ।
নীলফামারী : চৌরঙ্গী মোড় স্মৃতি অম্লান চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক সদস্য মিজানুর রহমান লিটু, নাসিমা বেগম, উমর ফারুক, টিআইবির এরিয়া ম্যানেজার আসাদুজ্জামান। 
ব্রাহ্মণবাড়িয়া : প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সনাকের সহ-সভাপতি আবদুন নূরের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারীনেত্রী নন্দিতা গুহ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।