আজকের পত্রিকাআপনি দেখছেন ৩-০৫-২০১৯ তারিখে পত্রিকা

কমলনগরে সেনাবাহিনীর দুই ভুয়া সদস্য আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি
| দেশ

সেনাবাহিনী পরিচয়ে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে লক্ষ্মীপুরের কমলনগরে ভুয়া দুই সেনা কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার চরমাটির এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হলো সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয়দানকারী আসাদুল ইসলাম ও মেজর পরিচয়দানকারী কিসমত হোসাইন। এ ঘটনায় ভুক্তভোগী কমলনগরের চর মার্টিন গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে ইসরাফিল প্রতারণার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে কমলনগর থানায় একটি মামলা করেছেন। কমলনগর থানার ওসি আলমগীর হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।