মুন্সীগঞ্জ সদরের ঢালীকান্দি গ্রামে গৃহবধূ শান্তা আক্তার আত্মহত্যা প্ররোচনার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের জুবলী রোডে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে মোল্লাকান্দি ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন করা হয়। এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, অ্যাডভোকেট এফ রহমান নয়ন, নিহত শান্তার স্বজন ওমর ফারুক বাপ্পী, শাহাবুদ্দিন প্রমুখ। এ সময় বক্তারা পুলিশ প্রশাসনের কাছে এ ঘটনার সঠিক তদন্ত আশা করেন।