মাগুরার শ্রীপুর উপজেলার ৫নং দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন কানন জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ২০১৮-১৯ অর্থবছরের এলজিএসপি প্রকল্পের আওতায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে বিশেষ কৃতিত্ব অর্জন করায় তিনি এ শ্রেষ্ঠত্ব অর্জন করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তদন্ত টিম দীর্ঘ তদন্ত শেষে জেলার ৩৬টি ইউনিয়নের মধ্যে তাকে সেরা নির্বাচন করে। এ প্রসঙ্গে জাকির হোসেন কানন জানান, সরকারের লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) প্রকল্পের আওতায় আমি শতভাগ কাজ করেছি।