আজকের পত্রিকাআপনি দেখছেন ৩-০৫-২০১৯ তারিখে পত্রিকা

তিন বিভাগে নতুন চেয়ারম্যান

| দেশ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদের আদেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমানের স্বাক্ষর করা এক অফিস আদেশ জারি করা হয়। সমাজকর্ম বিভাগে সহকারী অধ্যাপক ড. এএইচএম মাহবুবুর রহমান, গণিত বিভাগে সহকারী অধ্যাপক ড. মুহাম্মাদ শাহজালাল এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ড. মাহমুদুল আলমকে বিভাগের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে। বিভাগীয় প্রধানরা নিজ নিজ পদে যোগদান করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা এবং কর্মচারীদের সহযোগিতা কামনা করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি