আজকের পত্রিকাআপনি দেখছেন ৩-০৫-২০১৯ তারিখে পত্রিকা

উল্লাপাড়ায় ৪ হাজার কেজি পচা খেজুর ও মালটা জব্দ, জরিমানা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
| দেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বরে বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার কেজি পচা খেজুর ও প্রায় ৩২০ কেজি পচা মালটা জব্দ করেছে। এসময় মুন ট্রেডার্সের মালিক জুলফিকার আলমকে ৩০ হাজার এবং ভাই ভাই ফল ভান্ডারের মালিক আবদুল লতিফকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান জানান, জব্দ খেজুর ও মালটা মাটিতে পুঁতে ফেলা হয়।