আজকের পত্রিকাআপনি দেখছেন ৩-০৫-২০১৯ তারিখে পত্রিকা

মানিকগঞ্জে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

মানিকগঞ্জ প্রতিনিধি
| দেশ

মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৬৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, যুগ্ম-আহ্বায়ক জেলা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতা এবং সদস্য-সচিব এসএ কবীর জিন্নাহ। এছাড়া আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তকে নবগঠিত আহ্বায়ক কমিটির ১ ও ২ নম্বর সদস্য করা হয়েছে।