সিভাসুতে বৃহস্পতিবার জৈব-নিরাপত্তাবিষয়ক সেমিনার
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) বৃহস্পতিবার জৈব-নিরাপত্তাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। বিশেষ অতিথি ছিলেন সিভাসুর মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম নুরুল আবছার খান। সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন। সেমিনারে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল লাইফ সায়েন্স ইনস্টিটিউট রিসার্চ ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক ড. এ এফ রবার্টস এবং এসএবিপির কান্ট্রি ম্যানেজার ড. অপর্ণা ইসলাম প্রেজেন্টেশন দেন। সংবাদ বিজ্ঞপ্তি