বিশেষ অভিযানে গাজীপুরের কালিয়াকৈরে ১৪ জন, নাটোরের বড়াইগ্রামে চোরাই বৈদ্যুতিক তারসহ তিনজন, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চার মাদক ব্যবসায়ী ও গোপালগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের মূল হোতাকে আটক করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর
কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগাম্বর এলাকায় আনন্দ পার্কের ভেতরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে বুধবার সকালে নারীসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ি ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, আনন্দ পার্কে অসামাজিক কার্যকলাপ চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারীসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রাম থেকে চুরি যাওয়া প্রায় ৫ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক তারসহ একটি ট্রাক জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এ সময় চোরাই কাজে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার কারবালা এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলো বগুড়ার কাহালু উপজেলার বাসুদেববাটি গ্রামের বাবর আলী, তেলিয়ান গ্রামের জিল্লুর রহমান এবং গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বড়শিমুলতলা গ্রামের আবুল কালাম।
উল্লাপাড়া : সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানা ও সলংগা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১২৮ বোতল ফেনসিডিল ও গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার হাইওয়ে থানা পুলিশ ফেনসিডিলসহ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার বাটাগ্রামের রবিউল ইসলাম ও রুবেলকে আটক করে। অপরদিকে সলংগা থানা পুলিশ বৃহস্পতিবার রায়গঞ্জ উপজেলার চকমনোহরপুর গ্রাম থেকে ২০০ গ্রাম গাঁজাসহ আলাউদ্দীন ও মেহেদী হাসানকে আটক করেছে।
গোপালগঞ্জ : আন্তঃজেলা চোর চক্রের মূল হোতা ফুলচান মিয়া ওরফে রাজুকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ পুলিশ। বুধবার রাতে ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে টাঙ্গাইলের কালীহাতির বাসিন্দা।