জ্যান্ত অক্টোপাস খেতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হলেন এক চীনা নারী। সম্প্রতি একটি রেস্তোরাঁয় গিয়ে তিনি অক্টোপাস অর্ডার করেছিলেন। খাবার খাওয়ার সময় তিনি সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমিং করছিলেন। আসলে তিনি জ্যান্ত অক্টোপাস খাওয়ার ভিডিওচিত্র প্রকাশ করতে চেয়েছিলেন। কিন্তু সমুদ্রের এ ভয়ঙ্কর প্রাণীটিকে জ্যান্ত খেতে চাওয়ার পরিণাম ভুগতে মুহূর্ত দেরি হলো না তার। কারণ খাদ্য জ্যান্ত অবস্থায় খাদককে কামড়ে ধরে। এ ঘটনার ভিডিওচিত্র ব্যাপক ভাইরাল হয় অনলাইনে। ভিডিওতে দেখা যায়, অক্টোপাসের শুঁড়গুলো ওই নারীর মুখ খামচে ধরেছে। ওই নারী ভয়ে আর যন্ত্রণায় তীব্র আর্তনাদ করেন। প্রাণপণে তিনি চাইছেন তার মুখ খামচে ধরা ওই সামুদ্রিক প্রাণিটির শুঁড়গুলো সরিয়ে ফেলতে। শেষে দেখা যায়, অক্টোপাস শুঁড় দিয়ে ওই নারীর চোখের নিচের পাতা টেনে ধরেছে, তিনিও প্রাণপণে টেনে যাচ্ছেন সরাতে, চোখ প্রায় বেরিয়ে আসার উপক্রম! যেভাবে অক্টোপাস নারীর ঠোঁট কামড়ে ছিড়েছে, তা রীতিমতো ভীতিকর। অবশেষে তীব্র যন্ত্রণাদায়ক লড়াই শেষে অক্টোপাসের কবল থেকে মুক্ত হন ওই নারী। এ ভয়ঙ্কর অভিজ্ঞতার পর আশা করাই যায়, আর জীবনে তিনি জ্যান্ত অক্টোপাস খেতে যাবেন না। এ ভয়ানক ঘটনাটির ফলে তার গালের ওপর একটি ছোট ক্ষত সৃষ্টি হয়েছে।
এ ভিডিওটি প্রথম ওয়েইবো’র মতো চীনা সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোয় ভাগ করা হয়েছিল এবং সেখানে থেকেই ভাইরাল হয়ে পড়ে এ ভিডিওচিত্র। অনলাইনে বহু মানুষ তাদের মতামত জানিয়েছেন। অনেকেই অক্টোপাসকে জীবিত খাওয়ার চেষ্টা করার জন্য চীনা নারীর কড়া সমালোচনা করেছেন। এনডিটিভি