আজকের পত্রিকাআপনি দেখছেন ১৫-০৫-২০১৯ তারিখে পত্রিকা

সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে শ্রমিকদের কর্র্মবিরতি

ভোমরা বন্দর শ্রমিক নেতার ওপর হামলা

সাতক্ষীরা প্রতিনিধি
| দেশ

সাতক্ষীরার ভোমরা বন্দর শ্রমিক ইউনিয়ন নেতার ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে মঙ্গলবার কর্র্মবিরতিতে শ্রমিকরা- আলোকিত বাংলাদেশ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি এরশাদ আলীর ওপর হামলার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ-মিছিল ও কর্মবিরতি পালন করছেন বন্দর শ্রমিকরা। ফলে বন্দরের কার্যক্রম অচল হয়ে পড়েছে। এতে পণ্যবাহী ট্রাক লোড-আনলোড বন্ধ থাকায় বেকায়দায় পড়েছেন সাধারণ ব্যবসায়ীরা। ভোমরা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ আলম ও ক্যাশিয়ার ইউসুফ আলী জানান, ভোমরা শ্রমিক ইউনিয়ন সভাপতি এরশাদ আলীকে সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা শহর থেকে বন্দরে ফেরার পথে আলীপুরে কিছু সন্ত্রাসী পিটিয়ে আহত করে। এ ঘটনায় তিনি সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দাখিল করেছেন। কিন্তু এখন পর্যন্ত আসামিরা গ্রেপ্তার না হওয়ায় শ্রমিকরা সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে সব ধরনের কর্মকা- বন্ধ রেখে বিক্ষোভ-মিছিল ও কর্র্মবিরতি পালন করছেন। ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার না করলে তারা অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি পালন করবেন। ভোমরা স্থলবন্দরের উপপরিচালক (প্রশাসন) রেজাউল করিম বলেন, শ্রমিক ইউনিয়নের এক নেতার ওপর হামলা ঘটনায় শ্রমিকরা বিক্ষোভ-মিছিল ও কর্মবিরতি পালন করছেন বলে জানতে পেরেছি। ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার নিয়ামুল হাসান বলেন, শ্রমিকরা কর্মবিরতি পালন করলেও বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি চলছে।