ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে ১০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮১ কোটি ৮৭ লাখ ৬৮ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির মোট ৪১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্স। কোম্পানির ১০ কোটি ৯৯ লাখ ৭ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। এসকে ট্রিমস ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১০ কোটি ৫৭ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্লকে লেনদেন করা অন্য কোম্পানি হচ্ছে ব্যাংক এশিয়া ৯ কোটি ৬৫ লাখ, এস্কয়ার নিট ৩ কোটি ৫৩ লাখ ২৩ হাজার, গ্লোবাল ইন্স্যুরেন্স ৫৬ লাখ ৪০ হাজার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ১ কোটি ৭০ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ২৩ লাখ ৭ হাজার, স্কয়ার ফার্মা ৫৬ লাখ ৭৯ হাজার এবং ইউনাইটেড পাওয়ার ২ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।