আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি : নৌ প্রতিমন্ত্রী

| অর্থ-বাণিজ্য

নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম বন্দর হচ্ছে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম বন্দরের গতিশীলতার জন্য অনেক পরিকল্পনা নিয়েছেন। এগুলো বাস্তবায়নে বন্দর সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। সোমবার সকালে বন্দরের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, বন্দর কর্তৃপক্ষকে যদি ওই কাজ এগিয়ে নিতে দেখি, সেটা আমাদের প্রশান্তি। বন্দরে চেইন অব কমান্ড থাকতে হবে। মতবিনিময় সভায় জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে নৌ প্রতিমন্ত্রী বন্দরের জেটি, পতেঙ্গা কনটেইনার টার্মিনাল, বে টার্মিনালসহ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো পরিদর্শন করেন। সংবাদ বিজ্ঞপ্তি